
কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ জেলা যশোর। যশোরকে বিভাগ ঘোষণাসহ আন্তর্জাতিক মানের স্থপনার দাবি যখন জোরালো হচ্ছে তখন আসছে একটি দুঃসংবাদ। একটি সরকারি অফিস এ জেলা থেকে স্থানান্তর করার চেষ্টা চলছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) যশোর থেকে স্থানান্তর করে রাজশাহীতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। গত ৫ নভেম্বর এ সংক্রান্ত একটি পত্র জারি হয়েছে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে তথ্য পাওয়া গেছে। যা যশোরবাসীর জন্যে সুখের না।
যশোর থেকে এ কার্যালয় স্থানান্তর হলে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তা প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সংকটে পড়বেন। পাট শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রচলিত পাট পণ্য সামগ্রীর পাশাপাশি উচ্চমূল্য সংযোজিত বহুমুখী পাট পণ্য উৎপাদনসহ দেশে-বিদেশে ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। সংখ্যা বৃদ্ধির পরিবর্তে এটি স্থানান্তর হচ্ছে। যশোরসহ সারাদেশে জেইএসসি ও জেডিপিসির সাতটি কার্যালয় রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, নরসিংদী, জামালপুর, টাঙ্গাইল ও যশোরে রয়েছে এ কেন্দ্র। যশোরের জন্যে এই কেন্দ্রটি সম্পদ। এটি চলে গেলে ক্ষতিগ্রস্ত হবে যশোরের মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি, প্রযুক্তি সরবরাহ ও বিপণনে সহায়তা দিচ্ছে জেডিপিসি।