
করোনার মধ্যে পরীক্ষা বাতিলসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে যেসব দাবি জানানো হয় সেগুলো হচ্ছে, করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা না নেয়া, পরীক্ষা নিতে হলে সিলেবাস শেষ করার মতো যৌক্তিক সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা, সিলেবাস সংক্ষিপ্ত করে অন্তত তিন মাস আগে ঘোষণা করা, প্রত্যেক শিক্ষার্থীর স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করা, অফিসিয়াল কোনো ঘোষণা না আসা পর্যন্ত স্কুলে সব রকম ফি নেয়া বন্ধ রাখা এবং পরীক্ষা নেয়া সম্ভব না হলে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটোপাস দেয়া।
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে এ কথা বলে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি শিক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। এর প্রেক্ষিতে যশোরে শিক্ষার্থীদের একটি অংশ মানববন্ধন করে।