
মেষ রাশি: মেষ রাশির জাতক/জাতিকার দিনটি বৈদেশিক কাজ কর্মের পক্ষে অনুকূল। মিডিয়া ব্যবসায়ী ও সাংবাদিকদের কাজের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসবে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক/জাতিকার দিনটি আর্থিক দিক থেকে বলবান থাকবে। বকেয়া কিছু বিল আদায়ের সুযোগ পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন বিনিয়োগ আপনাকে লাভবান করবে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। অনেক প্রতিকূলতাকে আজ জয় করতে পারবেন। ব্যবসা-বাণিজ্যে চলতে থাকা বাধার অবসান আশা করা যায়।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র, সম্ভাবনাময়। বৈদেশিক কাজ কর্মে অগ্রগতি হবে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসা-বাণিজ্যে চলতে থাকা প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবেন।
কন্যা রাশি: কন্যার জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক কাজে আশানুরুপ অগ্রগতি হবে।
তুলা রাশি: তুলা রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। অপ্রত্যাশিতভাবে ভাগ্য উন্নতির সুযোগ আসবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক/জাতিকার দিনটি মন্দের ভালো। কোনো আত্মীয় স্বজনের অসুস্থতা বা রোগাক্রান্তের সংবাদ আপনাকে চিন্তিত করবে।
ধনু রাশি: ধনু রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ পাবেন।
মকর রাশি: মকর রাশির জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো সহকর্মীর সাহায্য আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। সৃজনশীল পেশাজীবীদের কাজের যোগাযোগ বাড়তে থাকবে।
মীন রাশি: দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের। আত্মীয়দের সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝির অবসান আশা করতে পারেন।