
যশোরের ঝিকরগাছা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর ও সচিবদের অংশ গ্রহণে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। রিসোর্সপার্সন ছিলেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘মুজিববর্ষে স্বাস্থ্যখাত-এগিয়ে যাবে অনেক ধাপ’ স্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রশিদুল আলম।
আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাবুল, সংসদ সদস্যের প্রতিনিধি নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা, যুবলীগ নেতা আনিসুল রহমান মিঠু, ফারুক হোসেন, নাজমুল আকরাম রকি, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিবলু, ছাত্রলীগ নেতা হান্নান হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মচারীবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিববৃন্দ।