
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা (দীপাবলি) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে এ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, পাসপোর্ট যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি (শ্যামাপূজা) উৎসবের কারণে সারা ভারতে আজ রোববার সরকারি ছুটি পালিত হচ্ছে। সে কারণে বন্দরে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানিও হচ্ছে না। তবে, পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এ দু’ নেতা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টম এবং বন্দরের অন্যান্য কাজকর্ম স্বাভাবিক রয়েছে। রোববার বেনাপোল সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি হবে না তা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টম হাউজের শুল্কায়নের কাজ স্বাভাবিক নিয়মে চলছে। ভারত থেকে যেসব ট্রাক পণ্য নিয়ে এসেছে তারা পণ্য খালাস করে ফিরে যেতে পারবে।
তিনি জানান, সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।