
ডা. শামারুখ মাহজাবিন হত্যার পুনঃতদন্ত সাপেক্ষে সুষ্ঠু ও ন্যায় বিচার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল এগারটায় প্রেসক্লাব যশোরের সামনে সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যশোরের বিভিন্ন সংগঠন অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানবন্ধনে বক্তারা বলেন, এটা যে হত্যাকান্ড সেটা সাধারণ মানুষের বুঝতে আর বাকি নেই। হত্যাকারীরা বিভিন্ন মহলকে প্রলোভিত করে বারবার আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা চালাচ্ছে। যা মেনে নেয়া হবে না।
মানবন্ধনে বক্তারা হত্যার ন্যায়বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন আইডিইপি পরিবার কল্যাণ সমিতির আহ্বায়ক নাসিমা বানু, ন্যাপ যশোরের সভাপতি নুরুজ্জামান মাস্টার, সুজন যশোরের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সাইদ মোহাম্মদ আতিকুর রহমান, আইডিইবি যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বুলু, সিনিয়র সাংবাদিক মহিদুল ইসলাম মন্টু সাংবাদিক সাজেদ রহমান বকুল এবং ছাত্রনেতা অনিক মাহমুদ।