সোমবার হতে যশোরে হ্যান্ডবল প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু
ক্রীড়া সংবাদ
Published : Sunday, 15 November, 2020 at 5:25 PM
সোমবার থেকে যশোরে শুরু হচ্ছে হ্যান্ডবল প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে দশ দিনব্যাপী। প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন ৩৫ জন। এর মধ্যে পুরুষ ২৯ জন এবং মহিলা ৬ জন। জেলার হ্যান্ডবলকে গতিশীল ও তারুণ্য নির্ভর করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এসব প্রশিক্ষণার্থীরাই আগামীতে খেলোয়াড় তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবেন। এমনটিই জানালেন হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রী সাহা মনি। দশ দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় দলের হ্যান্ডবল খেলোয়াড় ও জাতীয় কোচ কামরুল ইসলাম কিরণ।