পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে সারাদেশে আন্দোলন করছে কালেক্টরেট সহকারী সমিতি। দ্বিতীয় দিনের মত আজ সোমবারও পূর্ণ কর্মবিরতি করছে যশোরের সদস্যরা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে যশোর জেলা প্রশাসক দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।যশোরের প্রায় চারশ’ কর্মচারী এ আন্দোলনের সাথে রয়েছেন বলে সংগঠন সূত্রে জানাগেছে। সকালে যশোর কালেক্টরেটে যেয়ে দেখা যায়, কর্মচারীরা কাজ ফেলে দাবি আদায়ের আন্দোলনে যুক্ত হয়েছেন। কালেক্টরেট সহকারী সমিতির আওতায় রয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা। সংগঠনের নেতারা বলেন, পদ পরিবর্তন ও বেতন নিয়ে দীর্ঘদিন থেকে তার দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের দাবি অনুয়ায়ী কোনো সমস্যার সমাধান হয়নি। যার ফলে একাধিকবার অনেক কর্মসূচিও পালন করেছেন সংগঠনের সদস্যরা। বাধ্য হয়ে দাবি আদায়ের জন্যে তারা কঠোর এ আন্দোলন শুরু করেছেন। প্রাথমিকভাবে কর্মবিরতির কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দ। যশোরে কর্মবিরতি চলাকালীন সমাবেশে বক্তৃতা করেন জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি এসএম আতিয়ার রহমান এবং প্রবীর কুমার সরদার,সেলিম রেজা, ইশারত হোসেন, সিরাজুল ইসলাম, শেখ মোফাজ্জেল করিম। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সভাপতি শেখ জালাল উদ্দিন।