
‘দ্য অ্যাডভাইসার’ নামের একটি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন পরীমনি। ছবিটি পরিচালনা করেছেন ‘ধূমকেতু’খ্যাত নির্মাতা শফিক হাসান। ইতিমধ্যে নতুন এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন পরীমনি। তবে ছবিতে নায়িকা হিসেবে পরীমনি চূড়ান্ত হলেও নায়ক কে হচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক শফিক হাসান।
নতুন ছবিতে চূড়ান্ত হওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ছবিটির গল্পটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আশা করি আমার মতো ছবিটি হলে মুক্তি পেলে দর্শকদেরও ভালো লাগবে।
পরিচালক শফিক হাসান জানান, ছবির নায়িকা পরীমনি চূড়ান্ত হলেও নায়ক এখনো ঠিক হয়নি। চলতি মাসের (২০ নভেম্বর) মধ্যে নায়কসহ ছবির বাকি শিল্পী নির্বাচনের কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব। আগামী ডিসেম্বরের শেষ দিকে ‘দ্য অ্যাডভাইসার’ ছবির শুটিং শুরু হবে। সেইভাবে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।