
সোমবার যশোরে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছে চারজন। এছাড়া, শার্শার ১১ জন রয়েছে। এদিকে, সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঁচ জনের নমুনা পজিটিভ এসেছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার দুইশ’ ২৭ জন।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যশোরের ৯৬ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্যে তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।