
না ফেরার দেশে চলে গেলেন ঝিনাইদহের ভাষা সৈনিক ’৫০ দশকের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, কলামিস্ট, শিল্পপতি নাসের শাহারিয়া জাহিদীর বাবা জাহিদ হোসেন মুসা মিয়া। মঙ্গলবার দুপুর পৌনে তিনটায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ তিনি করেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে বাদ আছর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ নভেম্বর বাদ জোহর ঝিনাইদহ শহরের স্থানীয় ওয়াজির আলী স্কুল প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার সাত ছেলের ভিতরে এক ছেলে মারা গেছেন। বর্তমানে ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। তিনি যশোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার মোকছিমুল বারী অপুর মামা।
মরহুমের আত্মার মাগফিরত কামনা ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ অনেকে।