
জার্মানিকে ০-৬ গোলের লজ্জায় ডুবিয়েছে স্পেন। হ্যাট্রিক করেছেন ফেররান তোরেস। এই জয়ের ফলে স্পেন পৌঁছে গেছে উয়েফা নেশন্স লিগের শিরোপা লড়াইয়ের দৌড়ে।
‘এ’ লিগের গ্রুপ চারের ম্যাচ থেকে পরের রাউন্ডে যেতে শীর্ষে থাকা জার্মানিকে ড্র করলেই চলতো। কিন্তু তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করেছে স্পেন। গোলের সূচনা করেন আলভারো মরতা। দুর্দান্ত ছিলেন ম্যানসিটির তরুণ অ্যাটাকার ফেররান তোরেস। হ্যাটট্রিক করেছেন তিনি। বাকি দুই গোল করেছেন রদ্রি ও মিকেল ওইরাসাবাল।
অন্য আরেক ম্যাচে তিন নম্বর গ্রুপ থেকে নিজেদের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ক্রোয়েটরা সমান তালে লড়েছিল পতুর্গালের বিপক্ষে। তখন পর্যন্ত খেলা ২-২ গোলে ড্র ছিল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে দিয়াস তাঁর দ্বিতীয় গোল করে জয়ে এনে দেন পর্তুগালকে। এতে তাদের পয়েন্ট দাড়ায় ১৩। তবে এই গ্রুপ থেকে ফ্রান্স ৪-২ গোলে সুইডেনকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে উঠে গেছে পরের রাউন্ডে।