
বলিউড অভিনেতা আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। সেই রেশ কাটতে না কাটতেই এবার সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করতে চলেছেন শাহরুখ।
জানা গেছে, পাঠান চরিত্রেই সালমানের ছবি টাইগার থ্রি’তে দেখা যাবে শাহরুখকে। অপরদিকে শাহরুখের পাঠান ছবিতে টাইগারের চরিত্রে অভিনয় করবেন ভাইজান। ফিল্ম সমালোচকদের বক্তব্য, বলিউডের দুই সুপারস্টারকে একই ছবিতে দেখা গেলে দর্শকদের উন্মাদনাও চরমে পৌঁছাবে।
জানা গেছে, শাহরুখের পাঠান ছবির জন্য প্রায় ১২ দিন ধরে শুটিং করবেন সালমান। তারপর নিজের টাইগার থ্রির শুটিংয়ে হাত দেবেন তিনি। সালমানের সঙ্গে যোগ দেবেন শাহরুখও।
দু বছর পর ফের বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ ছবির হাত ধরেই তিনি কামব্যাক করতে চলেছেন, এমনি খবর শোনা যাচ্ছে। শাহরুখ ছাড়াও এই ছবিতে থাকছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম।