
ঝিকরগাছার জামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ইমাম মুফতি ইব্রাহীম খলিলের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী। বুধবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ইব্রাহীম খলিলের স্ত্রী আলেমা শাহনাজ আক্তার বলেন, গত ২ নভেম্বর সকাল সাতটায় ঝিকরগাছা পৌরসভার আট নাম্বার ওয়ার্ডের পুরন্দরপুর পারবাজারের নিজ বাড়ি থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হন ইব্রাহীম খলিল। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও এখনো পর্যন্ত সন্ধান মেলেনি। এ ঘটনায় ৫ নভেম্বর ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়। যার নাম্বার ২১০। বর্তমানে তিন সন্তান ও শাশুড়িকে নিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন আলেমা শাহনাজ। এ বিষয়ে মুফতি ইব্রাহীম খলিলের পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহীম খলিলের মা আতুবীন্নেছা, ভাই বিল্লাল হোসেন, ভাইপো রাসেল হোসেন, বড় মেয়ে সাবিহা জান্নাত, ছোট মেয়ে সাইমা জান্নাত ও ছেলে সানিম।