
পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে বুধবার চতুর্থ দিনের মতো পূর্ণ কর্মবিরতি পালিত হয়েছে যশোরে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান আবারও মন্ত্রীপরিষদ বিভাগে কর্মচারীদের আন্দোলনের কারণে নাগরিক সেবার সমস্যা তুলে ধরে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দ।
কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। বুধবার সকাল থেকে কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করে। কালেক্টরেট সহকারী সমিতির আওতায় রয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
যশোরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, সহসভাপতি প্রবীর কুমার সরদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম-১, মেহেদী হাসান, ইশারত আলী, শফিকুল ইসলাম-২, মহিবুল আক্তার, এম.কুদ্দুস, সিরাজুল ইসলাম, শেখ মোফাজ্জেল করিম এসএম আতিয়ার রহমান, সেলিম রেজা প্রমুখ।