Published : Wednesday, 18 November, 2020 at 9:01 PM
যশোরের মণিরামপুরের ভোজগাতী অধ্যাপক আব্দুল খালেক মনি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্যে কমিনিটি ক্লিনিককে গুরুত্ব দিয়েছে। বুধবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমান তজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, যুবলীগের যুগ্মআহবায়ক শরিফুল ইসলাম রিপন এবং সিনিয়র সদস্য মুঞ্জুর আক্তার।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, ডেপুটি সিভিল সার্জন প্রতিভা ঘরাই, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রা রানী দেবনাথ, অধ্যাপক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ভোজগাতী যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন এবং ঢাকুরিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ডা. জয়ন্ত কুমার বসু।