
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নওদাগাঁয় নবীরুন নেছা (৪৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নবীরুন নেছা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার ছেলে সোহেল ব্যক্তিগত কাজে চুড়ামনকাটিতে যান। তখন দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে তার ছেলেকে ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর রাত নয়টার দিকে ওইসব সন্ত্রাসী তার বাড়িতে হামলা করে বলে থানায় অভিযোগ করলে তার ছেলেকে হত্যা করা হবে। কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।