
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে মামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম বলেন, স্বৈরাচার এরশাদের পতনের ঘণ্টা বাজিয়েছিল এই ছাত্রদল। সেই কারণে আওয়ামী লীগের হৃদকম্পন হয়, না জানি তারা আওয়ামী লীগের অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে চুরমার করে দেয়। এ কারণে আতঙ্কিত হয়েই সরকার ছাত্রদল নেতৃবৃন্দের নামে নতুন করে মিথ্যা মামলা করেছে। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহসভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, সহসাধারণ সম্পাদক সৌউদ-আল-রশিদ ড্যানি, ছাত্রদল নেতা বেনজির বিশ্বাস, সুমন আহমেদ শেখ হাসান ইমাম মিলন মাহবুব বকুল, মিজানুর রহমান, রেজোয়ান বাশার সোহান, মফিজুল ইসলাম বুলবুল, শিবলী হাসান অমিত, মহসিন আলী, পিকুল হোসেন প্রমুখ।