
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র এক অনলাইন মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তৃতা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়। প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন। বক্তৃতা করেন সনাক সভাপতি অধ্যাপক সুকুমার দাস, স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (এনেসথেসিয়া) আবু হাসনাত মো. আহসান হাবিব, সহযোগী অধ্যাপক গৌতম কুমার আচার্য্য, সিনিয়ন কনসালটেন্ট (সার্জারী) আব্দুর রহিম মোড়ল, আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ, টিবি হাসপাতালের চিকিৎসক পলাশ কুমার দাস এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মোছা. ফেরদৌসী বেগম। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার এ এইচ এম আনিসুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন ।
সভার শুরুতে সম্মুখ সারির করোনাযোদ্ধা হিসেবে যেসব চিকিৎসক বা চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত কর্মী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বাগত বক্তৃতায় তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখানে করোনা রোগীদের জন্যে ছয়টি ভেন্টিলেটর আছে এবং ইতিমধ্যে আরও দু’টি বরাদ্দ হয়েছে; মনিটর ও এভিজি’র জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে, আশা করা যায় শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে; রেড জোনে ৪০টি শয্যা, ইয়েলো জোনে নারীদের জন্যে নয়টি কেবিন ও পুরুষদের ২০টি শয্যা রয়েছে; রেড জোনে আগামী এক সপ্তাহের মধ্যে অক্সিজেন সরবরাহ শুরু হবে। তবে দু’জন কোভিড টেকনিশিয়ান ফরিদপুর মেডিকেলে ডেপুটেশনে যাওয়ায় কার্যক্রমে কিছুটা ব্যঘাত সৃষ্টি হচ্ছে।
তিনি আরো জানান, রোগীদের সেবায় হাসপাতালটিতে সিটিস্ক্যান মেশিন চালু হয়েছে। সিটিস্ক্যান করাতে রোগীদের আর প্রাইভেট ক্লিনিকে যেতে হবে না। দালালের উপদ্রব কিছুটা কমেছে, তবে এখনো আছে। দালালের উপদ্রব বন্ধে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে।
সভায় সনাক স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু গত ১০ নভেম্বর প্রকাশিত করোনাভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক টিআইবি’র গবেষণা প্রতিবেদনের আলোকে যশোর জেলার স্বাস্থ্যসেবা বিষয়ে সুপারিশমালা তুলে ধরেন।