
বিজিবি যশোরের (৪৯ ব্যাটালিয়ন) সদস্যরা প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের ১৩টি সোনার বার উদ্ধার করেছেন। বৃহস্পতিবার সকালে আমড়াখালি চেকপোস্ট এলাকায় বাসে তল্লাশী চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এসময় আশিকুর রহমান (৪০) নামে এক চোরাচালানীকে আটক করা হয়। আটক সোনার ওজন এক কেজি চারশ’ ৭৩ গ্রাম।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বিজিবির বেনাপোল কোম্পানি সদরের অধীন আমড়াখালি চেকপোস্টের সুবেদার শাহীন আলীর নেতৃত্বে সদস্যরা যশোর থেকে বেনাপোলগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালান। এসময় আশিকুর রহমান নামে এক যাত্রীকে সন্দেহ হলে তাকে তল্লাশী করা কয়। আশিকুরের মাজায় বেল্টের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় বাঁধা অবস্থায় ১৩টি সোনার বার দেখতে পেয়ে তা জব্দ করা হয় এবং আশিকুরকে আটক করা হয়।
আটক আশিকুরের বাড়ি যশোরের ঝিকরগাছার উত্তর দেওলী গ্রামে। তিনি ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে। জব্দ সোনার ওজন এক কেজি চারশ’ ৭৩ গ্রাম। যার মূল্য এক কোটি নয় লাখ টাকা।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছিল বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।