Published : Thursday, 19 November, 2020 at 7:08 PM
যশোরে বৃহস্পতিবার নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে একশ’ ৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০ জনের ফলাফল পজিটিভ এসেছে। এদিকে, খুলনা থেকেও একটি পজিটিভ রিপোর্ট দেয়া হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৯ হাজার চারশ’ ২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার চারশ’ ৪২ টির। করোনা আক্রান্ত হয়েছে চার হাজার দুশ’ ৭৮ জন। সুস্থ হয়েছে চার হাজার ২৪। মৃত্যু হয়েছে ৫০ জনের। হোম কোয়ারেন্টাইনে রয়েছে একশ’ ৮৫ জন। ছয়জন আছেন হাসপাতাল আইসোলেশনে।