
যশোরে শিশু ধর্ষণ চেষ্টা ও মাদকের পৃথক দু’ মামলায় দু’জনকে সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে একাব্বর মোড়ল নামে এক ব্যক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। একাব্বর ঝিকরগাছা উপজেলার মোবারকপুর বিশ্বাসপাড়ার মৃত বাবর আলী মোড়লের ছেলে। যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহমুদা খাতুন এই রায় দেন।
এর আগে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর দুপুরে ওই শিশু তার সমবয়সী একাব্বর মোড়লের মেয়ের সাথে খেলা করছিল। এক পর্যায়ে একাব্বর মোড়লের মেয়ে কোচিং করার জন্যে ঝিকরগাছা বাজারে চলে যায়। ওই সুযোগে একাব্বর মোড়ল চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার শুনে শিশুটির মাসহ আশপাশের লোকজন ছুটে গেলে একাব্বর মোড়ল পালিয়ে যায়। পরে এ ঘটনায় একাব্বর মোড়লকে আসামি করে শিশুটির মা ঝিকরগাছা থানায় মামলা করেন।
একইদিন যশোরে মাদক মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দ্’ু মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। পলাতক আসামি হাবিব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলম্বর গ্রামের মৃত বাসার মিয়ার ছেলে। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আয়শা নাসরীন এ আদেশ দেন।
২০০৩ সালের ১০ জুন দুপুর সাড়ে তিনটায় হাবিবকে যশোরের পালবাড়ি মোড় থেকে পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে পাঁচ লিটার ফেনসিডিল, আলাদা ব্যাগে ৪৮ টি বোতল ও ৪০ টি লেবেল উদ্ধার হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এএসআই রেজাউল হক বাদী হয়ে মামলা করেন। এ মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।