যশোরে বিদ্যুৎ বিল বকেয়া গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু
প্রেস বিজ্ঞপ্তি
Published : Thursday, 19 November, 2020 at 7:52 PM
যশোরে বিদ্যুৎ বিল বকেয়া থাকা গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু হয়েছে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) যশোরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংযোগ বিচ্ছিন্ন অভিযানের কথা জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ গ্রাহকদের বিল পরিশোধ করে সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ওজোপাডিকো যশোর।