
বৃহস্পতিবার আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ইউএসআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিসের ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ এক্যুয়াকালচার একটিভিটি’ প্রকল্পের আওতায় ‘টুওয়ার্ডস জেন্ডার ইক্যুয়ালিটি ইন এক্যুয়াকালচার সেক্টর’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়তী সোসাইটি যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, ওয়ার্ল্ডফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এমদাদ হোসেন ও জেন্ডার স্পেশালিস্ট সাজেদা ইয়াসমিন। ডেপুটি চিফ অব পার্টি ডক্টর সামসুল কবীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর সেরাজুল ইসলাম, নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শিরিন নিগার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জিনিয়া করিম তৃপ্তি, বিশিষ্ট সমাজসেবক মসিউল আযম, জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডফিশের মার্কেট সিস্টেম স্পেশালিস্ট হাসনুল আলম। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন এনজিও, ফিড কোম্পানি, একুয়া মেশিনারিজ, হ্যাচারি, নার্সারি ও মৎস্য চাষি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।