
যশোর সদর উপজেলার ছোট গোপালপুর গ্রামে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে হত্যার হুমকির ঘটনায় সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে হারুন অর রশিদ। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন, ছোট গোপালপুর গ্রামের মৃত ইজ্জত বিশ্বাসের ছেলে আব্দুল হাকিম, মৃত ইজ্জত আলীর ছেলে আহম্মদ আলী, আলমগীর, তবিবর, জাহাঙ্গীর, তবিবরের ছেলে সুমন, আমজাদ বিশ্বাসের ছেলে রফিকুল ইসলামসহ অজ্ঞাত চার-পাঁচজন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, হারুন অর রশিদের কাছে আসামিরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় দা, লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে এসে তাকে মারপিট করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া ঘরের আলমারি ভেঙে ৩২ হাজার টাকা ও প্রায় দু’লাখ টাকা মূল্যের তিন ভরি সোনা নিয়ে যায় তারা। চাঁদার বাকি টাকা না দিলে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসামিরা চলে যায় বলে অভিযোগ বাদীর।