Published : Thursday, 19 November, 2020 at 8:10 PM
প্রতারণা মামলায় উপশহর ইউনিয়নের সাবেক সদস্য শওকত হোসেন রত্নকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রত্ন উপশহর সি ব্লকের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এর আগে গত ২৯ সেপ্টেম্বর সদর উপজেলার হাশিমপুর গ্রামের মৃত রহমত আলী বিশ্বাসের ছেলে আবু বক্কর বিশ্বাস বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় বাদী উল্লেখ করেন, রত্নর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় স্বপ্ন নামে একটি ভবন রয়েছে। যার দ্বিতীয় তলায় হোটেল ব্যবসা করার জন্যে বাদী ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি স্ট্যাম্পের মাধ্যমে আড়াই লাখ টাকা অগ্রিম দিয়ে তার সাথে চুক্তি করেন। এরপর বাদী চার লাখ টাকার ফার্নিচার কিনে ব্যবসা শুরু করেন। ২০২১ সালের পহেলা মে পর্যন্ত ওই চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও ব্যবসা শুরুর তিন বছরের মাথায় ভবন মেরামতের কথা বলে ওই হোটেলের সকল মালামাল নীচতলায় ফেলে রেখে বাদীর ব্যবসা বন্ধ করে দেন রত্ন। এরপর বাদীকে আর ব্যবসা করতে দেননি তিনি। এছাড়া, বাদীর জামানতের আড়াই লাখ টাকাও নিজের কাছে রেখে দেন রত্ন। জামানতের টাকা ফেরত চাইলে ঘোরাতে থাকেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর সর্বশেষ বিষয়টি নিয়ে রত্নর কাছে গেলে তিনি টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। পরে আদালতে মামলা করেন বাদী। এদিকে বৃহস্পতিবার মামলার ধার্য্য তারিখে রত্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।