
যশোরে ছেলের সাথে প্রতারণার অভিযোগে পিতাসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার রামনগর গ্রামের জাকির হোসেনের ছেলে তুহিন হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন, রামনগর মোল্লাপাড়ার জাকির হোসেন, মৃত সৈয়দ আলীর ছেলে জব্বার আলী, আমির হোসেন ও তার ছেলে আব্দুর রহমান এবং একই গ্রামের লুৎফর রহমান।
মামলায় বাদী উল্লেখ করেছেন, তার পিতা জাকির হোসেন মাদকসেবী ও প্রতারক। জাকির হোসেন তার নিজনামীয় আড়াই শতক জমি বিক্রি করবেন বলে ঘোষণা দেন। এরপর বাদী তুহিন হোসেন ওই জমি কিনবে বলে তার পিতাকে জানান। ২০০৪ সালের পহেলা জানুয়ারি জমির সর্বোচ্চ দাম ধরে তুহিন তার পিতাকে দু’ লাখ টাকা দেন। পরে টাকা যোগাড় করে জমি রেজিস্ট্রি করে নিবেন বলে জানান। তুহিন ওই জমিতে ভরাটের পর বাড়ি করে বসবাস করে আসছেন। চলতি বছরের ১০ অক্টোবর তুহিন তার পিতাকে জমি রেজিস্ট্রি করে দেয়ার কথা বললে তিনি তালবাহানা শুরু করেন। গত ১০ নভেম্বর স্থানীয়ভাবে শালিসের আয়োজন করলে জাকির হোসেনসহ অপর আসামিরা তার বাড়িতে ভাংচুর করে ৯০ হাজার টাকার ক্ষতি করে। মীমাংসায় ব্যর্থ হয়ে তুহিন হোসেন আদালতে এ মামলা করেছেন।