
যশোর জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সংগঠনের প্রয়াত সহসভাপতি আবু বকর আবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সদস্য মিজানুর রহমান খান ও আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এম তমাল আহম্মেদ, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন বাবু, খালেদা জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রানা মীরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।