মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা, অভিযুক্ত আটক
কাগজ সংবাদ
Published : Thursday, 19 November, 2020 at 9:31 PM

যশোরে মাদ্রাসা ছাত্রীকে (১২) যৌন নিপীড়ন করার অভিযোগে ফারুক হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে শহরের খালধার রোড মসজিদের পাশের ইসমাইলের বাড়ির ভাড়াটিয়া জয়নাল হোসেনের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের এক গৃহবধূ কোতোয়ালি মডেল থানায় করা এজাহারে উল্লেখ করেছেন, আসামি ফারুক হোসেন ও তিনি একই বাড়িতে পাশাপাশি বসবাস করেন। ওই গৃহবধূ ফারুক হোসেনকে খালু বলে ডাকায় তার মেয়ে মাদ্রাসা ছাত্রী তাকে ভাইয়া বলতো। এই সুযোগে প্রায় সময় ফারুক ওই বাড়িতে আসা যাওয়া করতো। ১৮ নভেম্বর সকাল সাতটার পর ওই গৃহবধূ বাড়ির বাইরে কাজে যান। তার মাদ্রাসা পড়ুয়া মেয়ে বাড়িতে একা থাকার সুযোগে ফারুক কৌশলে ঘরে ঢুকে যৌন নিপীড়ন চালায়। হঠাৎ ওই গৃহবধূ ঘরে এসে মেয়ের সাথে অশোভন আচরণ দেখে ফেলেন। তখন তিনি তার মেয়েকে রক্ষা করেন এবং ফারুক পালিয়ে যায়। আটক ফারুককে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদ্রাসা ছাত্রীর ২২ ধারায় আদালতে জবানবন্দি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান।