
বিভিন্ন
স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে নেওয়া হতো, সেসব লাশের মধ্য
থেকে মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না (২০) নামে এক যুবক।
সিআইডি ও
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার হওয়া মুন্না ভগত সোহরাওয়ার্দী হাসপাতালের
মর্গে ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতো। দুই-তিন বছর ধরে সে
মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। সম্প্রতি এরকম একটি অভিযোগ পেয়ে
মুন্নার বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার
সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না মৃত
নারীদের ধর্ষণের কথা স্বীকার করেছে।