যশোর চাঁচড়া দশ মহাবিদ্যা ইসকন মন্দিরে গিরি গোবর্ধন পূজা ও অন্নকুট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহোৎসবের মাধ্যমে ছয়দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী ঘটে। এর আগে ১৫ নভেম্বর শুরু হয় এই উৎসব। প্রতি বছর এ উৎসব আনন্দের বার্তা বয়ে আনলেও বিশ্বব্যাপী কনোরা মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে ইসকন মন্দিরে ভিন্ন পরিবেশে অন্নকুট মহোৎসব উদযাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থান সংকট থাকলেও করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে মন্দিরের ভিতরে স্বাস্থ্যবিধি মানার প্রতি গুরুত্বারোপ করা হয়। সকাল থেকে শতাধিক পদে রান্না করা সবজি দিয়ে গিরিগোবর্ধন পূজার আয়োজন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মানুষ যাতে করোনা মহামারি থেকে মুক্তি পায় সেজন্যে গিরিরাজের কাছে বিশেষ প্রার্থনাও করা হয়।