যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ১৯ ডিসেম্বর হবে সাধারণ সভা। শুক্রবার বেলা ১১টায় যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র নির্বাহী কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়েছে। ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহসভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক। সভায় নির্বাচন উপলক্ষে কমিশন গঠন করা হয়েছে। জেইউজের সিনিয়র সদস্য রুকুনউদ্দৌলাহকে চেয়ারম্যান করে এবং শাহাদাত হোসেন কাবিল ও মনিরুল ইসলামকে সদস্য করে এই নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী ২৬ নভেম্বরের মধ্যে ইউনিয়নের সকল সদস্যকে চাঁদা পরিশোধের আহ্বান জানানো হয়েছে।