শুক্রবার যশোরে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজার দুশ’ ৯৩ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে একশ’একটি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার হাজার ২৪ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার চারশ’ ২৮ টি। রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার পাঁচশ’ ৪৩ টির। হাসপাতাল আইসোলশনে ছয়জন; আর হোম কোয়ারেন্টাইনে দুশ’ জন রয়েছে।