
কেশবপুরে ৫৩ পিছ ইয়াবাসহ শাওন হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ফজলে রাব্বীর নেতৃত্বে পুলিশ উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া এলাকা থেকে বৃহ¯পতিবার মাদক ব্যবসায়ী শাওন হোসেনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৫৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইয়াছিন আলী গাজীর ছেলে।
কেশবপুর থানার উপপরিদর্শক ফজলে রাব্বী জানান, শাওনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।