
মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এমএমডিএফ বিডি) এর আয়োজনে শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে ইয়ুথ ক্যাম্প সম্পন্ন হয়েছে। যশোর সদরের সখিনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে যশোর জেলাসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ৬০ জন যুব অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে সদস্যদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, আচার-আচরণ ও ক্যারিয়ার বিষয়ক ধারণা প্রদান করা হয়। বিভিন্ন প্রকার শিক্ষামূলক খেলাধুলার মাধ্যমে প্রশিক্ষণটি সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।
এমএমডিএফ বিডি’র চেয়ারম্যান জহির ইকবাল জানান, করোনার কারণে শিক্ষার্থীদের গৃহবন্দি স্থবির জীবন কাটছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তারা হতাশায় ভুগছে। এই পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থার উন্নয়ন এবং দক্ষতা ও নেতৃত্ব সৃষ্টিতে এ আয়োজন।
ক্যাম্পে শ্রেষ্ঠ নেতৃত্বের অধিকারীদের পুরস্কৃত এবং সকলকে সনদ প্রদান করা হয়।