
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গুণিজন সম্মাননা দেয়া হয়।
এদিন চারুপীঠ যশোরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মোমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গল্প লেখক অধ্যক্ষ পাভেল চৌধুরী।
অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী ডক্টর সবুজ শামীম আহসান, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম ও অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন নজরুল হক, কৃষ্টিবন্ধন নড়াইল জেলা শাখার সভাপতি চিত্রকর আলী আজগর রাজা, কবি রাশিদা আখতার লিলি, ডাক্তার আহাদ আলী, অমল কান্তি সরকার,কবি শাহর প্রমুখ।