
যশোরে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ) এর উদ্যোগে গুণিজন সংবর্ধনা ও এসোসিয়েশনের উইম্যান স্ট্যান্ডিং কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।
বিটিইএ’র চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু। এ সময় শেখ কামরুল বাশারের সঞ্চালনায় আলোচক ছিলেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে যশোরের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ ব্যক্তিকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিতরা হচ্ছেন, কবি লেখক ও শিক্ষাগুরু ডক্টর শাহনাজ পারভীন, নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া, বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান, উদ্ভাবক মিজানুর রহমান এবং বৃক্ষপ্রেমিক ওয়াহিদ সরদার। সংবর্ধনা শেষে বিটিইএ এর উইম্যান স্ট্যান্ডিং কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়। কমিটিতে নুরজাহান আহমেদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন।