
করোনায় প্রায় এক বছরের স্থবিরতা কাটিয়ে জেগে উঠেছে টলিউড। অন স্ক্রীন কাজের পাশাপাশি নায়ক নায়িকাদের ব্যক্তি জীবনেও পড়ছে প্রভাব। করোনা বিশ যুক্ত দুইহাজার বিশের শেষ শুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে। তা হল টলিউডের খ্যাতিমান কিছু জুটির বিয়ে। রীতিমতো বিয়ের ধুম পড়েছে টলি পাড়ায়।
টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলারের তালিকা থেকে বাদ পড়তে চলেছে অনির্বাণ ভট্টাচার্যের নাম। অন্তত তেমনই গুঞ্জন টলিগঞ্জের অন্দরে। এ সপ্তাহেই নাকি বিয়ের পর্ব সেরে ফেলছেন তারকা। হাজার হাজার নারী হৃদয়ের রাজ করা এই হ্যান্ডসাম নায়ক দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গেই বিয়ের পর্ব সেরে ফেলছেন ২৬ নভেম্বর।
শুধু তাই নয় আড়াই বছরের সম্পর্ক টলিউডের ‘পাওয়ার কাপল’ গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলিনা কুমারের বিয়ের দিনও ধার্য হয়েছে।
জানা গেছে ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা যুগল। মহামারির কারণে বিয়েতে কোনো বড় আয়োজন থাকবে না। দুই পরিবারের কাছের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন তারা। ১৫ ডিসেম্বর রেজিস্ট্রি হবে এবং রিসেপশন হবে আগামী বছরের মার্চে।