শরণখোলায় করোনাকালীন শিক্ষার্থীদের বাড়ি পৌছে দিল স্কুল ফিডিং বিস্কুট
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা :
Published : Saturday, 21 November, 2020 at 4:43 PM

বাগেরহাটের শরণখোলায় কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারির কারনে স্কুল বন্ধ থাকায় বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়েছে পুষ্টি সমৃদ্ধ স্কুল ফিডিং বিস্কুট। শনিবার সকালে চতুর্থবারের মতো ১১০ নং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ কার্যক্রম শুরু করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)।
বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধি রমেশ মন্ডল জানান, শরণখোলা উপজেলার ১২২৪৭ জন ছাত্র-ছাত্রীর বাড়ি বাড়ি গিয়ে স্কুল ছুটিকালীন সময় সামাজিক দুরত্ব বজায় রেখে অভিভাবকদের হাতে স্কুল ফিডিং বিস্কুট তুলে দেয় হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য ৫৫ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। চতুর্থবারের মতো এ কার্যক্রম ১১০ নং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরু করা হয়েছে। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।