
আশির দশকের অগ্রগণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৫৮তম জন্মদিন আগামীকাল রোববার। তারুণ্যের কবি হিসেবে পরিচিত স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। রেজাউদ্দিন স্টালিনের কাব্যগ্রন্থের সংখ্যা ৪৭টি, কবিতার অ্যালবাম রয়েছে পাঁচটি। কবিতায় অবদানের জন্যে তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে, আশীর্বাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিং¯্র নৈশ ভোজ, সব জন্মে শত্রু ছিল যে প্রভৃতি। অনুবাদক জাকারিয়া সিরাজী সিলেক্টটেড পয়েমস অব রেজাউদ্দিন স্টালিন নামে একটি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন। রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনুদিত হয়েছে।
কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে ২২ নভেম্বর রোববার ম্যাজিক লণ্ঠন ও পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে ঢাকায় পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বারডেম কার্ডিয়াকের নির্বাহী প্রধান প্রফেসর ডাক্তার এম এ রশীদ। প্রধান অতিথি থাকবেন বুদ্ধিজীবী প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক ফোকলোরবিদ প্রফেসর শামসুজ্জামান খান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও সাবেক সাংসদ কবি কাজী রোজী। এ উপলক্ষে ভার্চ্যুয়াল মিডিয়া প্যারিসের জানালা,আমেরিকার কফি ও কবিতা, কানাডার শিল্পের জানালা, ইতালিয়ান চ্যানেল প্রবাহ, বাংলাদেশের স্বরলিপিসহ অনেক প্রতিষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করবে। এ উপলক্ষে যশোরসহ খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, সিলেট, দিনাজপুর, পাবনা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জেলায় ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।