Published : Saturday, 21 November, 2020 at 7:40 PM
নিরাপদ সড়ক চাই-নিসচা যশোরের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেখ সানোয়ার হোসেন বকুল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ। প্রধান বক্তা ছিলেন নিসচার সাধারণ সম্পাদক শেখ আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা যশোরের সিনিয়র সহসভাপতি মাস্টার ওয়ালিউল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এমএ করিম, দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুর রশিদ প্রমুখ।