
স্কাউটের ইউনিট লিডার স্কিল কোর্স শুরু হয়েছে। শুক্রবার বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় এবং খুলনা অঞ্চলের ব্যবস্থাপনায় চারদিনব্যাপী লিডার স্কিল কোর্সের উদ্বোধন করা হয়। কোর্সে খুলনা অঞ্চলসহ রোভার ও এয়ার অঞ্চল থেকে ৩২ জন পুরুষ, ১০ জন নারী প্রশিক্ষনার্থী এবং ১০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমীর হোসেন। স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের লিডার ট্রেনার ও যুগ্ম সচিব জহুরুল হক। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম ও স্কাউটস খুলনা অঞ্চলের কোষাধ্যক্ষ আবু হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স পরিচালক আক্তারুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার মুক্তিযোদ্ধা এস আর রাহুত। চারদিনের স্কিল কোর্সের মাধ্যমে স্কাউট ইউনিট লিডাররা স্কাউটিংয়ের ব্যবহারিক প্রতিটি বিষয়ে দক্ষতা অর্জন করবে এবং তা ইউনিট পরিচালনায় ব্যাবহার করতে সক্ষম হবে।