
শনিবার বিকেলে যশোর শহরের বিভিন্ন স্থানে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পালবাড়ি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, নিউমার্কেট বাসস্ট্যান্ড ও জেলখানা মোড়ে কাজী আতিকুর রহমান ও দড়াটানা মোড়ে তানজিলা আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মাস্ক পরিধান না করায় আটজনকে মোট সাড়ে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ, মাস্ক পরিধান না করা ব্যক্তিদের মাস্ক কিনতে উদ্বুদ্ধ করা এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। গণপরিবহনে মাস্ক ছাড়া কোনো যাত্রী যাতে চড়তে না পারে এ লক্ষ্যে সকল বাস কাউন্টারে নির্দেশনা দেয়া হয়।