Published : Saturday, 21 November, 2020 at 8:18 PM
যশোরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান বাবলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বক্কার। যশোর জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা সহসভাপতি সেলিম রেজা বাবু, চুয়াডাঙ্গা জেলা সভাপতি আবু মোতালেব। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যশোর জেলা সাধারণ সম্পাদক কাজী নাজির আহমেদ মুন্নু।