যশোরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিনিধি সভা
কাগজ সংবাদ
Published : Saturday, 21 November, 2020 at 8:35 PM
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই বাংলার মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছেন। এই মাটিতে ’৭৫-এর ১৫ আগস্ট নৃশংস ঘটনা না ঘটলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশের তালিকায় থাকতো। শহীদ শেখ রাসেলের নির্মম এবং নিষ্ঠুর হত্যাকাণ্ডের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতাকর্মী দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর। প্রতিনিধি সভার উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুর রহমান হেলো সরকার। যশোরের সভাপতি এমএআর রকির সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। জেলা সাধারণ সম্পাদক নাকিবুস সাদিকের সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় সহসভাপতি এইচএম আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল কবীর এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাব্বী মাহমুদ।