
কেশবপুরে দলিলুর রহমান (৪১) নামে এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত ১০ নভেম্বর থেকে তিনি ওই গ্রামের বিশ্বজিৎ দের বাড়িতে একা থাকতেন।
পুলিশ জানায়, খবর পেয়ে সন্ন্যাসগাছা গ্রামের ভাড়া বাসার বাথরুম থেকে দলিলুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গৌরিঘোনা ইউনিয়নে এস কে এস ফাউন্ডেশনের মানবস¤পদ বিভাগে কর্মরত ছিলেন। পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্য শালিখা গ্রামের জামাত আলীর ছেলে তিনি।
এস কে এস ফাউন্ডেশনের সাতক্ষীরার কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দলিলুর রহমান জানুয়ারি মাস থেকে গৌরিঘোনা ইউনিয়নে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কেশবপুর থানার ওসি জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।