
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার অধ্যাপক নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম খয়রাত হোসেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, পৌর কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা সরদার অলিয়ার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎসনা আরা মিলি, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জেলা তাঁতী লীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু, জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আজাহার হোসের স্বপন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলী হোসেন নয়ন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল ও সাবেক সহসভাপতি নিয়ামত উল্লাহ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা খন্দকার মাছুদ।