যশোর টাউনহল মাঠের অবৈধভাবে স্থাপনা উচ্ছেদের আল্টিমেটাম মঙ্গলবার শেষ হলেও এখনো পর্যন্ত একটি দোকানও সরানো হয়নি। তবে, যেকোনো সময় অভিযানে নামতে পারে প্রশাসন-তেমন আভাষ পাওয়া গেছে। তবে, ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে এখনই অভিযানের দিন তারিখ বলা যাচ্ছে না। ইতিমধ্যে ব্যবসায়ীদের বরাদ্দ দেয়ার নামে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়া হয়েছে অভিযোগ করেছেন ইনস্টিটিউটেরই একজন কর্মকর্তা। সাতদিন আগে ইনস্টিটিউট তাদের মালিকানাধীন টাউনহল মাঠে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের জন্যে নোটিশ দেয়া হয়। ওই নোটিশে ইনস্টিটিউট সময় বেধে দেয় এক সপ্তাহ। সেই নির্ধারিত সময় শেষ হয়েছে মঙ্গলবার। একশ’২৩ দোকানিকে উচ্ছেদের জন্যে নোটিশ দেয়া হয়। এদিকে,বর্তমানে টাউনহল মাঠে চলছে শীতবস্ত্র বিক্রি। যারা এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের মূল কেনাবেচা এখনই। এ কারণে এখনই তাদের উচ্ছেদ করা অমানবিক হবে বলে মনে করছেন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এ ব্যাপারে যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ জানান, জেলা প্রশাসনের সাথে উচ্ছেদ অভিযান নিয়ে আলোচনা চলছে। সেখান থেকে সিগন্যাল দিলেই উচ্ছেদ অভিযান শুরু হবে।