
ডেঙ্গুজ্বরে আক্রান্ত নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি....রাজিউন)।
ঢাকা থেকে চাচাতো বোন শাহিনা আক্তার জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৬ নভেম্বর জাহাঙ্গীর বিশ্বাসের শরীরে ডেঙ্গুজ্বর ধরা পড়ে। মঙ্গলবার রাতে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ নভেম্বর বুধবার সকালে তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে। সে কারণে তাকে ওই দিনই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার পরিবারসহ নড়াইলের রাজনৈতিক অঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ছুটছেন তার বাড়ির দিকে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। বুধবার আঞ্চলিক কমিটির অফিস সেক্রেটারি হেদায়েতুল্লাহ হৃদয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিদাতারা হচ্ছেন, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেন রবি ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।