
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডি.এম.আই.ই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য়পর্যায়) প্রকল্পভুক্ত কালকিনি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী কামকম্পিউটার অপারেটর ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য়পর্যায়) প্রকল্পে নিয়োগপ্রাপ্ত গ্রাম আদালত সহকারীগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি উদ্ধোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, মাদারীপুরের স্থানীয় সরকার শাখার উপপরিচালক আজহারুল ইসলাম।
দিনব্যাপী এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিষয়ে সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার রেকসোনা খাতুন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য়পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর চৌ. মো. খালিদ হোসেন এরশাদ, সহযোগী সংস্থা মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের জেলা সমন্বয়কারী এ্যাড. মো. মশিউর রহমান পারভেজ এবং উপজেলা সমন্বয়কারী, কালকিনি এস.এম.ফজলুল হক।